স্বাস্থ্যমন্ত্রী বললেন
সিজারে সন্তান জন্ম কমিয়ে আনতে চাই

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ১৯:২১
সিজার তথা অস্ত্রোপচারে সন্তান প্রসবের সংখ্যা কমিয়ে আনতে চান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যারা গ্রাম পর্যায়ে কাজ করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অন্তঃসত্ত্বা নারীদের বোঝান, তারা যাতে নিয়মিত চেকআপ (স্বাস্থ্য পরীক্ষা) করান। নিয়মিত ও সময়মতো যাতে কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সিজারের সংখ্যা যত কমিয়ে আনা যায় ততই মঙ্গল।’
বৃহস্পতিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গিয়ে সবার আগে আমি দেখি এএনসি কর্নার। আমি খোঁজ নিয়ে দেখি; অন্তঃসত্ত্বা নারীরা কয়টা করে চেকআপ করাচ্ছেন, কোথায় স্বাভাবিকভাবে সন্তান প্রসব হচ্ছে, কোথায় অস্ত্রোপচার বেশি হচ্ছে। অনেক জায়গায় চিকিৎসকরা বলেন, আগে সিজার হয়েছে তাই সিজার করতে হবে। সেটা কোনো উত্তর হতে পারে না। আগে কেন হলো সেটার কারণ খুঁজে বের করতে হবে। মূল কারণ খুঁজে বের করে গোড়া থেকে কাজ করলে সিজারের সংখ্যা অবশ্যই কমানো যাবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, ইউএনএফপিএ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাবেন্দ্র সিং রঘুবংশী, পরিবারকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ প্রমুখ।
- বিষয় :
- স্বাস্থ্যমন্ত্রী
- ডা. সামন্ত লাল সেন
- দিবস