ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অনুমতি ছাড়া রাস্তা খনন

জরিমানার পৌনে ১৪ লাখ টাকা দিল ঢাকা ওয়াসা

জরিমানার পৌনে ১৪ লাখ টাকা দিল ঢাকা ওয়াসা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২০:২৪

বিনা অনুমতিতে সড়ক খনন করার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা দিয়েছে ঢাকা ওয়াসা। রোববার দুটি চেকের মাধ্যমে ডিএসসিসিকে জরিমানার এই অর্থ পরিশোধ করেছে সংস্থাটি।

ডিএসসিসি জানায়, ওয়াসার এক প্রতিনিধি আজ বিকেলে ডিএসসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয়ে প্রকৌশল বিভাগের দপ্তরে গিয়ে সহকারী প্রকৌশলী আহসান হাবিবের কাছে চেক দুটি হস্তান্তর করেন।

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের স্বাক্ষর জাল করে এবং অনুমোদন না নিয়ে গত ৮ জুলাই লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠ সংলগ্ন রাস্তা খনন করায় ওয়াসার ঠিকাদারের মালপত্র জব্দ করা হয়। এ ঘটনায় লালবাগ থানায় ওয়াসা নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী সৈয়দ আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। একই দিনে বিনা অনুমতিতে সড়ক খনন করায় ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা আরোপ করে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে চিঠি দেন মিঠুন চন্দ্র শীল। চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে চালান/ পে-অর্ডারের মাধ্যমে ডিএসসিসির তহবিলে জরিমানার টাকা জমা দিতে বলা হয়।

আরও পড়ুন

×