ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সংস্কার দাবি

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলি, আহত ৪

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলি, আহত ৪

জবির গুলিবিদ্ধ এক শিক্ষার্থীকে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: সমকাল

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১৬:১৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ১৯:০১

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর গুলি করা হয়েছে। এতে অন্তত চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে কোর্ট পার হয়ে রায়সাহেব বাজারের দিকে এগিয়ে গেলে তাদের ওপর গুলিবর্ষণ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, মিছিলটি কোর্ট এলাকা পার হতেই গলির ভেতর থেকে গুলিবর্ষণ শুরু হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি চালিয়েছে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীদের মধ্যে ম্যানেজমেন্ট বিভাগের ফেরদৌস আহমেদ এবং ১৭ ব্যাচের অনিক নামে দুই শিক্ষার্থীর নাম প্রাথমিকভাবে জানা গেছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে সহপাঠীরা।

এ বিষয়ে কোতোয়ালী জোনের এএসপি নজরুল বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি। অন্য গ্রুপ দেখিনি। 

আরও পড়ুন

×