চাঁনখারপুল এলাকায় ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ

ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহীদুল্লাহ্ হল থেকে চানখারপুল রোড রণক্ষেত্রে পরিণত হয়। ছবি: সমকাল
ইন্দ্রজিৎ সরকার
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১৮:৩৪
রাজধানীর চানখাঁরপুল এলাকায় কোটাবিরোধীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ, সাফিন ও রাতুল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়কে সমবেত হন। এর আগে থেকেই ঢাকা দক্ষিণ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা চানখাঁরপুল মোড়ে অবস্থান নেন। বিকেল ৫টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহীদুল্লাহ্ হল থেকে চানখারপুল রোড রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের একপর্যায়ে চানখারপুল ও ঢাকা মেডিকেল কলেজ এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরমধ্যে গুলি ও ইটপাটকেলের আঘাতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।