ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এমপি আজীম হত্যা

সন্দেহভাজন ১০ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট তলব

সন্দেহভাজন ১০ ব্যক্তির  ব্যাংক অ্যাকাউন্ট তলব

এমপি আজীম

 বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ০১:২১

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় সন্দেহভাজন ১০ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একটি গোয়েন্দা সংস্থার অনুরোধে এসব ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। গত সোমবার সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়ার তালিকায় আনোয়ারুল আজীম হত্যায় সম্পৃক্ত হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম সন্দেহভাজন যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান ওরফে শাহীন এবং চরমপন্থি নেতা খুলনার শিমুল ভূঁইয়ার নাম রয়েছে। তবে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম (মিন্টু) এবং একই কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের গোয়েন্দা বিভাগ আটক করলেও ব্যাংক অ্যাকাউন্ট তলবের এই তালিকায় তাদের নাম নেই। 
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করার তালিকায় আরও রয়েছেন– শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর ভূঁইয়া, শাহিনের বান্ধবী সেলিস্তি রহমান, লাশ গুমে সন্দেহভাজন নেপালে আটক সিয়াম হোসেন, শাহীনের আরেক বান্ধবী চেলসি চেরী ওরফে আরিয়া, শাহীনের ব্যবসা দেখাশোনার দায়িত্বে থাকা তাজ মোহাম্মদ খান ও জামাল হোসেন ওরফে জামাল হাজি, চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে ডিবির হাতে গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সাজি। 

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ১৩ মে বন্ধু গোপালের বাড়ি থেকে বের হয়ে ১৩ মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন। ১৭ মে এমপি আজীমের পরিবার যোগাযোগ করতে না পেরে ১৮ মে নিখোঁজের জিডি করে। এ হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 
এই ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামির নাম-ঠিকানা সংগ্রহ তথা মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এখন পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ আসামির এনআইডি ও পাসপোর্ট নম্বরের বিপরীতে কোন ব্যাংকে কতটা অ্যাকাউন্ট আছে, তার তথ্য সরবরাহে বিএফআইইউ আদেশ প্রদানে আদালতে আবেদন করা হয়। আজীম হত্যা মামলায় আগামী ৮ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 

আরও পড়ুন

×