গুজব প্রতিরোধে ফেসবুক, টিকটকে সক্রিয় প্রতিমন্ত্রী পলক

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ১২:২৭ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ | ১৩:৫৬
সাধারণ মানুষের জন্য ফেসবুক, টিকটক বন্ধ রেখে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক নিজেই তা ব্যবহার করছেন- এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তবে বিষয়টির ব্যাখ্যাও দিয়েছেন তিনি। গণমাধ্যমকে বলেছেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন।
পলক গণমাধ্যমকে বলেন, তিনিসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও এভাবে সক্রিয় থাকতে পারবে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কবে বাংলাদেশে সবার জন্য চালু হবে এ বিষয়ে তিনি বলেন, এটা ফেসবুক, টিকটকই বলতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক কর্তৃপক্ষ দায়িত্বশীল আচরণ করলে এবং দেশের আইন মেনে চললে তাদের প্ল্যাটফর্ম দেশে উন্মুক্ত হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয়। ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরের দিন ১৮ জুলাই রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এতে পুরো দেশই ইন্টারনেট-বিচ্ছিন্ন ছিল।
পাঁচ দিন ইন্টারনেট-বিহীন থাকার পর ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট সংযোগ দেওয়া হয়।
এদিকে ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ রয়েছে।
- বিষয় :
- জুনাইদ আহমেদ পলক
- ফেসবুক
- মেটা
- ইন্টারনেট