‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে নিম্ন আদালতে আইনজীবীদের বিক্ষোভ

‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে বিভিন্ন স্লোগান দেন আইনজীবীরা। ছবি: সমকাল
জবি প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ১৬:৪৮ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ | ১৬:৫১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি সমর্থনে পুরান ঢাকার নিম্ন আদালত এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে আইনজীবীদের একটি দল ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ মিছিলটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কিছুক্ষণ অবস্থান করে আবার ঢাকা আইনজীবী সমিতির দিকে চলে যায়। এ সময় ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।
এ সময় ঢাকা জজকোর্টের আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, ‘ছাত্রদের চলমান আন্দোলনের কর্মসূচি পালনে আমরাও মাঠে আছি। তাদের যদি কোনো আইনি সহায়তা লাগে সেটিও আমরা দিবো।’
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে ঢাকার নিম্ন আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা ছিল। তারা আদালতের প্রধান ফটকগুলো বন্ধ করে রাখা হয়। শুধু আইনজীবী, কর্মচারী ও কাজ নিয়ে আসা ব্যক্তিদের আদালত চত্বরে প্রবেশ করতে দেয়া হয়।
এদিন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বেলা সোয়া ১টার দিকে আদালত এলাকায় আসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের সহানুভূতি ছাড়া অন্য কোনো কিছু জড়িত নেই। আমাদের বিরোধ তাদের সঙ্গে যারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। যারা অগ্নিসন্ত্রাস করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি। এই অত্র এলাকায় যেন কেউ আইনশৃঙ্খলা নষ্ট করতে না পারে, এমনকি সাধারণ শিক্ষার্থীদেরও যেন কেউ ক্ষতি না করতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরেক আইনজীবী আনোয়ারুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন আর কোটার মধ্যে সীমাবদ্ধ নাই। এটা মানুষের গণআন্দোলনে পরিণত হয়েছে। শেখ হাসিনার রক্তের নেশার প্রতিবাদে আমাদের এই আন্দোলন চলমান থাকবে।