ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা
তদন্তে বাংলাদেশকে চাপ দিতে আহ্বান রূপা ও আফসানার

বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ও আফসানা বেগম। ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ০৬:৫২ | আপডেট: ০১ আগস্ট ২০২৪ | ০৭:১৪
বাংলাদেশে সহিংসতা ও হতাহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির দুই পার্লামেন্ট সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ও আফসানা বেগম। পাশাপাশি গণগ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরপূর্বক তুলে নিয়ে যাওয়াসহ মানবাধিকার বিষয়ে কথা বলেছেন তারা।
মঙ্গলবার অধিবেশনে অংশ নিয়ে রূপা হকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ক্যাথেরিন ওয়েস্ট বলেন, ‘বাংলাদেশে গত দুই সপ্তাহে যা ঘটেছে, তা অগ্রহণযোগ্য। আমরা বিচার বিভাগীয় পর্যালোচনার প্রকৃতিসহ বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছি, যা বাংলাদেশ সরকার গ্রহণ করছে।’
আফসানা বেগম তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের প্রতিবাদ করার অধিকারসহ মৌলিক মানবাধিকার চর্চার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের মানুষ যে দমনপীড়নের মুখোমুখি, সেই সময় আমি তাদের পাশে আছি।’
বল প্রয়োগের নিন্দায় দুই মার্কিন সিনেটর
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে বিক্ষোভের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের নিন্দা জানিয়েছেন দুই মার্কিন সিনেটর। মঙ্গলবার বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জরুরি তদন্তের আহ্বান জানান তারা।
সিনেটররা হলেন বেন কার্ডিন ও কোরি বুকার। এর মধ্যে বেন কার্ডিন সিনেট ফরেন রিলেশন্স কমিটির চেয়ার হিসেবে নিযুক্ত। বিবৃতিটি সিনেট ফরেন রিলেশন্স কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।