ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অফিস থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাবি অধ্যাপক

অফিস থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাবি অধ্যাপক

জাবি বাংলা বিভাগের সভাপতির কার্যালয়ে অধ্যাপক শামীমা সুলতানা। ছবি: সমকাল

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ২১:০১ | আপডেট: ০২ আগস্ট ২০২৪ | ০২:৪৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলা বিভাগের সভাপতির কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছেন অধ্যাপক শামীমা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে তিনি ছবিটি সরিয়ে ফেলেন। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতাকে হত্যা, তাদের নির্যাতন ও আটক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নারী শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে তিনি এটি করেছেন বলে সমকালকে জানান। 

অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ‘শেখ হাসিনা কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে হত্যা করেছেন, হামলা চালিয়েছেন, আবার বারবার মিথ্যাচার করেছেন। তিনিই শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়েছেন। তাঁর হাতে শিক্ষার্থীদের রক্ত লেগে আছে। রাজপথ রক্তাক্ত হয়েছে। ঢাকার রাস্তায় আমার সহকর্মীকে আঘাত করা হয়েছে। শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। যাঁর হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত, তাঁর ছবি আমার দেয়ালে রাখতে চাই না। আমার মনে হয়, মানুষের হৃদয় থেকে তাঁর (শেখ হাসিনা) ছবি মুছে গেছে। তাই তাঁর ছবি দেয়াল থেকে সরিয়ে ফেলেছি।’

২০০২ সালের ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের অফিসকক্ষ, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসকক্ষে সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ছবি টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা বলেন, ‘বিষয়টি তাঁর (শামীমা সুলতানার) ব্যক্তিগত। তবে নিয়ম অনুযায়ী অফিসকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রাখা হয়। যেহেতু ছবিটি আগে থেকে ছিল, তাই আমি মনে করি, এখন সরিয়ে ফেলাটা ভালো দেখায় না।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহের হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ছবি যেহেতু আগেই ছিল, তাই এখন সরিয়ে ফেলা সমীচীন হয়নি৷ যেহেতু অফিস কক্ষে ছবি রাখা নিয়মের অন্তর্ভুক্ত, তাই এমন কাজের জন্য আমি নিন্দা জানাই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সরকার প্রধানের ছবি রাখা সরকারি নিয়ম। কিন্তু তিনি সরকার প্রধানের ছবি নামিয়ে ফেলে নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন। 

আরও পড়ুন

×