ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন ড. ইউনূস

জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪ | ০০:৪৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। 

প্রধান উপদেষ্টার শুক্রবারের কর্মসূচির বিষয়ে এ তথ্য জানিয়েছে বঙ্গভবন প্রেস উইং। কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়া তিনি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদনের সময় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস। 

আরও পড়ুন

×