তাকসিম এ খান অনুপস্থিত
নিজেকে ওয়াসার ভারপ্রাপ্ত এমডি দাবি সাবেক কর্মকর্তার

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪ | ০৫:৩০
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ড. গোলাম মোহাম্মদ ইয়াজদানিকে অবৈধভাবে বরখাস্ত করেছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। আদালতের শরণাপন্ন হয়ে ইয়াজদানি পদ ফিরে পেলেও তাঁকে কর্মস্থলে যোগদান করতে দেননি তাকসিম এ খান।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই তাকসিম কর্মস্থলে অনুপস্থিত। তাঁর কোনো সন্ধানও পাচ্ছে না কর্তৃপক্ষ। অন্য শীর্ষ কর্মকর্তাদেরও কোনো সন্ধান মিলছে না। এ অবস্থায় বৃহস্পতিবার ইয়াজদানি ঢাকা ওয়াসায় এমডির দপ্তরে যান।
পরে তিনি সমকালকে বলেন, ২০২২ সালের ১৬ মে তাঁকে ডিএমডি (মানব সম্পদ ও প্রশাসন) পদে নিয়োগ দেয় ওয়াসা বোর্ড। নিয়ম অনুযায়ী, তাঁর মেয়াদ ২০২৫ সালের ১৫ মে পর্যন্ত। তাঁর চেয়ে জ্যেষ্ঠ কেউ ঢাকা ওয়াসায় নেই। এ জন্য তাঁরই ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পাওয়ার কথা। এ হিসেবে তিনিই এখন ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত এমডি।
জানা গেছে, ২০২৩ সালের ২১ জুন ঢাকা ওয়াসার বোর্ড সভায় ইয়াজদানিকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করলে আদালত বোর্ডের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন। এরপর ইয়াজদানি ডিএমডি পদে যোগ দিতে গেলেও ওয়াসা ভবনে ঢুকতে পারেননি।
তিনি বিএনপি অনুসারী কিছু লোকজন নিয়ে বেলা ১১টার দিকে ওয়াসা ভবনে যান। এরপর কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে অভিনন্দন জানান। এ সময় তিনি জানান, বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ওয়াসা ভবনে আসবেন।
কিছু সময় পরই নাজিম ওয়াসা ভবনে প্রবেশ করেন। এমডির দপ্তরের সামনের অতিথিশালায় তিনি বক্তব্যে ইয়াজদানির নির্দেশে সবাইকে কাজ করার আহ্বান জানান।
- বিষয় :
- ঢাকা ওয়াসা