ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আগাম অবসরের আবেদন করেছি: ঢাবি রেজিস্ট্রার

আগাম অবসরের আবেদন করেছি: ঢাবি রেজিস্ট্রার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪ | ১৭:৩০ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ | ১৮:০০

আগাম অবসরের আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার। শনিবার সমকালকে তিনি এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আমি আগে থেকেই অসুস্থ। এজন্য আগাম অবসরের আবেদনপত্র দিয়েছি। ২০২৮ সাল পর্যন্ত আমার চাকরির সময় ছিল। আগামী সপ্তাহে হয়ত অবসর নেব।’

এর আগে শনিবার অধ্যাপক ড. মাকসুদ কামাল ও সাতটি হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। তারা হলেন- রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. নিলুফার পারভীন, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ ড. লাফিফা জামাল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ফারহানা বেগম, বিজয় ৭১ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল বাছির, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিললাল হোসেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আব্দুর রহিম। এ ছাড়া নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী নিবাসের ওয়ার্ডেন শারমিন মূসা।

গত ৮ আগস্ট ঢাবির প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সকল সদস্য পদত্যাগ করেছেন।
 

আরও পড়ুন

×