ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টিকারীদের হুঁশিয়ার করলেন অর্থ উপদেষ্টা

ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টিকারীদের হুঁশিয়ার করলেন অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ১৩:৪৫ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ | ১৩:৪৭

ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় ব্যাংক ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের প্রধানরা পদত্যাগ করেছেন। কী ধরনের পরিবর্তন আসছে এসব প্রতিষ্ঠানে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যাচাই-বাছাই করা হচ্ছে। সপ্তাহখানেক সময় লাগবে। গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না।

উপদেষ্টা জানান, আর্থিক সব খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয় বৈঠকে।

আরও পড়ুন

×