ইউজিসি চেয়ারম্যান ও ৫ উপাচার্যের পদত্যাগ

কোলাজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪ | ০০:৫৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ | ১২:১৪
পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। রোববার অস্ট্রেলিয়া থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। এ ছাড়া পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও এদিন পদত্যাগপত্র জমা দেন।
ইউজিসি পরিচালক ফেরদৌস জামান তুহিন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ড. শহীদুল্লাহর পদত্যাগপত্রটি পাঠানো হয়েছে। পদত্যাগের কারণ হিসেবে জানানো হয়েছে, কাজী শহীদুল্লাহ ২০২৩ সালের ২০ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন। অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।
গতকাল ইউজিসির সচিব পদেও পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম। ইউজিসির সচিব পদ থেকে সরানো হয়েছে ড. ফেরদৌস জামান তুহিনকে। তাঁকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
একই দিন পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ পুরো প্রক্টরিয়াল বডি ও ছাত্রী হলের প্রভোস্ট। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানও গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা মহিউদ্দিন মাহি এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী ও জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মো. কামরুল আলম খান পদত্যাগ করেছেন।
আন্দোলনের মুখে এদিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এবং কলেজ শাখার অধ্যাপক ফারহানা খানম পদত্যাগ করেছেন। এ ছাড়া এদিন শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসিন কবির।
রাজধানীর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলামেরও পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
ব্যুরো, অফিস ও প্রতিনিধিরা জানান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পর গতকাল পদত্যাগ করেছেন প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট পদ থেকে আটজন শিক্ষক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়ার পদত্যাগের দাবিতে গতকাল ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরা। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ে গতকাল সিন্ডিকেট সভায় ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের।
বরিশাল বিশ্ববিদ্যালয়েও ছাত্র রাজনীতি এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কোনো পেশাজীবী সংগঠনের কার্যক্রম থাকবে না বলে সিদ্ধান্ত হয়েছে। ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর ও উপাচার্যপন্থি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বশীলদের পদত্যাগের দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে।
- বিষয় :
- পদত্যাগ
- ইউজিসি
- ইউজিসি চেয়ারম্যান
- উপাচার্য