রেলকে ‘লাইনে’ নিতে তিন টাস্কফোর্স

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ২২:২৪
রেলওয়েকে সঠিক পথে ফেরাতে তিনটি পৃথক টাস্কফোর্স গঠনের নির্দেশ নিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, রেলের ব্যয় সংকোচন করতে হবে। নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখলমুক্ত করতে পৃথক তিনটি টাস্কফোর্স কাজ করবে।
সোমবার রেলের কর্মকর্তাদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। স্টেশনের কাউন্টার থেকে যাত্রীরা যেন সহজে টিকিট পান, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়ে উপদেষ্টা বলেছেন, তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে, কর্মকর্তাদের স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। বিরত থাকতে হবে অনৈতিক কাজ থেকে।
কর্মকর্তাদের উদ্দেশে ফাওজুল কবির বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে বলেই শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়েছে। ছাত্র-জনতা বুকের রক্ত ঢেলে বর্তমান সরকার প্রতিষ্ঠা করেছে। এই পরিবর্তন বোঝার চেষ্টা করুন। অতীতের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত।
কর্মকর্তাদের রেল উপদেষ্টা বলেন, অতীতের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে মানুষ বিক্ষুব্ধ। জণগনের প্রত্যাশা পূরণে ছাত্র-জনতা জীবন দিয়ে এ সরকার প্রতিষ্ঠা করেছে। এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এ সরকার ব্যর্থ হলে পরিণতি খারাপ হবে।
সভায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন আজাদ, রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।