ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফরহাদুল ইসলামের পদত্যাগ, এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল কবির

ফরহাদুল ইসলামের পদত্যাগ, এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল কবির

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ০০:০৯

শিক্ষা প্রশাসনে পদত্যাগের হিড়িক লেগেছে। সেই ধারাবাহিকতায় এবার পদত্যাগ করলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার এই চাচা দ্বিতীয় মেয়াদে সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।

সোমবার (১৯ আগস্ট) সকালে তিনি পদত্যাগপত্র শিক্ষা সচিব বরাবর জমা দেন।

এদিকে তার পদত্যাগের ফলে এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে বোর্ডের সদস্য (শিক্ষাক্রম) রবিউল কবির চৌধুরীকে। 

জানতে চাইলে রবিউল কবির চৌধুরী সমকালকে বলেন, আজ সকালে অধ্যাপক ফরহাদুল ইসলাম পদত্যাগ করেছেন। এরপর আমাকে এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এনসিটিবি সূত্র বলছে, অধ্যাপক ফরহাদুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগে রাজি ছিলেন না। তবে ঊর্ধ্বতন মহল থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। সেজন্য সোমবার সকালে তিনি পদত্যাগ করেছেন।

এ বিষয়ে জানতে অধ্যাপক ফরহাদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
 

আরও পড়ুন

×