ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষকরা 

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষকরা 

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ১৫:৩৭

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা। 

বেসরকারি শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন বলেন, ১৩ বছর ধরে আমরা এই দাবিতে মানববন্ধন করছি। কিন্তু গত সরকার তাতে কর্ণপাত করেননি।

তিনি জানান, দেশের চার হাজার ১০০টি বিদ্যালয় ‘রাজনৈতিক কারণে’ জাতীয়করণ হয়নি।

২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। ওই সময় জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ দাবিতে বিভিন্ন সময় অনশন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। 

আরও পড়ুন

×