এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল হচ্ছে

সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: ইয়াসির আরাফাত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ১৬:৩৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ১৭:০৫
স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষা বাতিল হতে যাচ্ছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক শেষে তারা এ কথা জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনলের নেতারা আরও জানান, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের সিদ্ধান্ত আসবে।
তবে এ বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, কোনো মিডিয়া বা মুখের কথায় বিশ্বাস করি না, আমরা প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন না নিয়ে যাব না।
এর আগে মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে দুপুরের দিকে প্রায় হাজার খানেক সচিবালয়ে ঢুকে পড়েন।
এসময় শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যান।
এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি প্রক্রিয়ার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সুমন নামে একজন শিক্ষার্থী সমকালকে বলেন, দেড় মাসের পরীক্ষা আমরা কয়েক মাস ধরে ঝুলে আছি। তারা আমাদেরকে কয়েকদিন আগেও জানিয়েছিল সেপ্টেম্বরের ১১ তারিখে পরীক্ষা হবে। তাহলে আরও এক মাস লাগবে পরীক্ষার জন্য। এরপর একমাসব্যাপী পরীক্ষা হবে। এত সময় নিলে আমাদের ফলাফল প্রকাশ করবে কখন? আর আমরা ভর্তি হব কবে?
তিনি আরও বলেন, একটা বোর্ড পরীক্ষা কিভাবে ৬-৭ মাস পর্যন্ত ঝুলে থাকে? সেজন্য আমরা এটা মানি না। আমরা চাই যেসব পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেওয়া হোক। দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
- বিষয় :
- এইচএসসি
- পরীক্ষা
- স্থগিত
- বাতিল
- পরীক্ষার ফল