বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দেওয়ার ঘোষণা জবি শিক্ষকদের

লোগো
জবি প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ১৩:১৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ১৩:৪৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাশরিক হাসান।
আজ শনিবার মুঠোফোনে সমিতির সাধারণ সম্পাদক শেখ মাশরিক হাসান এ তথ্য জানান। এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, এই অর্থের ৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ অর্থ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যাপরবর্তী দুর্গত এলাকার মানুষের সহায়তায় ব্যয় করা হবে। বন্যাকবলিত এলাকার শিক্ষকদের সমন্বয়ে এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জবির বিভিন্ন ছাত্রকল্যাণকে নিয়ে তালিকা করে পূর্ণবাসন কার্যক্রম চালানো উচিত হবে বলে সভায় উপস্থিত কিছু শিক্ষক মত দিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ততরা বেশি উপকৃত হয়।
এ বিষয়ে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, সিদ্ধান্ত অনুযায়ী, আমরা আমাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তা হিসেবে দেব। এর মধ্যে ৫০ শতাংশ অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্বিবদ্যালয় শিক্ষক সমিতি তাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যাকবলিত এলাকার জনগণের সহায়তায় দেওয়ার ঘোষণা দেন।
এদিকে বৃহস্পতিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যাকবলিত এলাকার জন্য ত্রাণসামগ্রী ও অর্থ সংগ্রহ করছে। ইতোমধ্যে জবি শিক্ষার্থীরা কয়েকটি টিম ফেনী ও কুমিল্লাতে পৌঁছে ত্রাণসহায়তা ও উদ্ধার কাজ পরিচালনা করছে। বন্যাপরবর্তী সময়ে ব্যাপক আকারে ত্রাণসহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
- বিষয় :
- জবি
- বন্যার্তদের সহায়তা