ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হতে চান ইউপির প্রশাসনিক কর্মকর্তারা 

রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হতে চান ইউপির প্রশাসনিক কর্মকর্তারা 

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ২২:৩৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ | ১৪:০০

দেশের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ তিন দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে পদবি পরিবর্তন করে নির্বাহী কর্মকর্তা করা ও বেতন স্কেল নবম গ্রেডে উন্নীত করা। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নেতারা। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমিতির প্রধান সমন্বয়ক মাহাবুব আলম মোল্লা ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মমিন। তারা জানান, বিভিন্ন সময় তাদের সমস্যাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রীকে জানালেও গুরুত্ব পায়নি। বর্তমানে একটি বৈষম্যবিরোধী সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে। এই সরকারের কাছে তারা ন্যায়বিচার পাবেন বলে আশা রাখেন। 

নেতারা বলেন, দেশে সাড়ে ৪ হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রতিটি ইউপিতে একজন করে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়নি। এ ছাড়া বেতনেও তারা বৈষম্যের শিকার। এ সময় দেশের বিভিন্ন ইউপির প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

আরও পড়ুন

×