ক্যাবের ১১ দফা
জ্বালানি খাত সংস্কারে কমিশন গঠনের দাবি

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৫৭
বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে কমিশন গঠনের দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এ কমিশনের মাধ্যমে গত ১৫ বছর লুটপাট করা জ্বালানি অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ক্যাব আয়োজিত ‘লুণ্ঠন প্রতিরোধে জ্বালানি খাত সংস্কার’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি তোলেন।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের সিনিয়র সহসভাপতি জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলম। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির আইন উপদেষ্টা জ্যোতির্ময় বড়ুয়া। এ সময় ভোক্তাদের সংগঠনটির পক্ষ থেকে বিদ্যুৎ জ্বালানি খাত সংস্কারে ১১ দফা সুপারিশ করা হয়।
শামসুল আলম বলেন, বিইআরসির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। সদস্যরা পদত্যাগ করেছেন। তাদের স্থলে অভিজ্ঞ, দক্ষ ও সৎ পেশাজীবীদের নিয়োগ দিতে হবে সার্চ কমিটির মাধ্যমে। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ বাতিল করতে হবে।
জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ বিষয়ে এক প্রশ্নে শামসুল আলম বলেন, এজন্য আমরা ১ সেপ্টেম্বর জ্বালানি বিভাগের সচিবকে চিঠি দিয়েছি। বিপিসিকে লাইসেন্সি হিসেবে বিইআরসিতে আসতে হবে। গণশুনানির মাধ্যমে তেলের দাম নির্ধারণ করতে হবে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এ ছাড়া বিপিসির সব কার্যক্রম আন্তর্জাতিক অডিটর প্রতিষ্ঠান দিয়ে অডিট করাতে হবে।
জ্বালানি খাত সংস্কারে সরকারকে তিন বছর সময় দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে রাজনীতিবিদদেরও সরকারের পাশে দাঁড়াতে হবে।