ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণপাচার 

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে চাকরিচ্যুত বিমানকর্মী জাহাঙ্গীর

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে চাকরিচ্যুত বিমানকর্মী জাহাঙ্গীর

অভিযুক্ত ছালমা, জাহাঙ্গীর ও ছনিয়া। কোলাজ: সমকাল

শহিদুল আলম 

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৪৮ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:৪১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিউটির নামে চোরাকারবারিদের প্রতিনিধি হয়ে কোটি কোটি টাকার স্বর্ণপাচারে শক্তিশালী একটি সিন্ডিকেট চক্রের তথ্য পেয়েছে পুলিশ। মঙ্গলবার পুলিশ জানায়, ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণবার পাচারের অভিযোগে মো. জাহাঙ্গীর আলম নামে এক বিমান কর্মীকে গ্রেফতারের পর মামলা তদন্তে চাঞ্চল্যকর এ তথ্য বেড়িয়ে এসেছে।

গত সোমবার এসব স্বর্ণবারসহ আটক করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করে কাস্টমস গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা রেজওয়ানা নুসরাত কবীর বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এস আই সাজ্জাদ হোসেন সমকালকে জানান, গতকাল ১০ দিনের রিমান্ড চেয়ে বিমান কর্মী জাহাঙ্গীর আলমকে আদালতে পাঠানো হয়। এ সময় শুনানি শেষে তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এ ছাড়া একইদিন মোটা অংকের অর্থের লোভে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে স্বর্ণবারের চালান নিয়ে বিমানবন্দরে অবতরণ করেন দুই নারী যাত্রী। সম্পর্ক তারা খালা–ভাগ্নি। তারা হলেন, ছনিয়া আক্তার ও ছালমা বেগম। তাদের হেফাজত থেকে ২ কেজি ৭৮৪ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণবার জব্দ করে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাদী হয়ে বিমানবন্দর থানায় স্বর্ণ-চোরাচালান আইনে একটি মামলা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার । এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাফিন আহমেদ সমকালকে জানান, স্বর্ণপাচারের সেঙ্গ জড়িত দুই নারীর বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি মো. এরশাদ আহমেদ সমকালকে জানান, চেরাকারবারি চক্রের প্রতিনিধি হয়ে কোটি কোটি টাকার স্বর্ণপাচারে বিমানবন্দরে সক্রিয় একটি শক্তিশালী সিন্ডিকেট। এ সিন্ডিকেটর অন্যতম সদস্যরা হলেন- বিমানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা–কর্মচারী। জাহাঙ্গীর আলম নামে এ চক্রের অন্যতম এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিএফসিসির অপারেশন সেকশনের পেন্টিম্যান তিনি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে স্বর্ণপাচারের বিমান  সিন্ডিকেট চক্রের জড়িত বেশ কয়েকজনের নামের তথ্য পুলিশকে জানায় সে। মামলার তদন্তের স্বার্থে তার দেওয়া তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছেনা।

ওসি এরশাদ আরও জানান, একইদিন বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে স্বর্ণপাচারের অভিযোগে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তারা মূলত স্বর্ণ-চোরাকারবারি চক্রের বাহক। রিমান্ডে তাদের দেওয়া তথ্য গুরুত্ব-সহকারে খতিয়ে দেখা হচ্ছে। 

মামলার তদন্ত সূত্রে জানা যায়, ডিউটির নামে স্বর্ণপাচারে সক্রিয় বিমানের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী। চোরাকারবারি চক্রের প্রতিনিধি হয়ে কোটি কোটি টাকার স্বর্ণবারের চালান গন্তব্যে পৌঁছে দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ থেকে বটগাছে পরিণত হয়েছেন সিন্ডিকেটর অনেক সদস্য।  এ চক্রের সঙ্গে বিমানের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মো. মতিউল ইসলাম চৌধুরী সমকালকে জানান, স্বর্ণপাচারের ঘটনায় জড়িত কর্মী জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিমানের নিরাপত্তা শাখার অপর এক কর্মকর্তা বলেন, এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

আরও পড়ুন

×