উপদেষ্টা ফরিদা
নিরাপদ মাছ মাংসের উৎপাদন বাড়াতে সমন্বয় বাড়াতে হবে

এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ২১:১০ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৪১
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এনজিও এবং সংগঠন বাংলাদেশের একটি শক্তি। সরকারের বাইরেও বিশাল জ্ঞানের ভাণ্ডার আছে এনজিওগুলোর মাঝে। তারা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। নিরাপদ মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন বাড়াতে এনজিওসহ যারা যারা কাজ করছে, তাদের সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন এনজিও এবং সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি। এ সময় এনজিও প্রতিনিধিরা মাঠের অভিজ্ঞতার আলোকে কিছু সুপারিশ তুলে ধরেন।
উপদেষ্টা আরও বলেন, এনজিও প্রতিনিধিদের সঙ্গে আমাদের নিয়মিত বিষয়ভিত্তিক সভা হবে। তাদের দেওয়া তথ্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের বিবেচনার বিষয়। এক সময় দেশে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ ছিল। নানা কারণে ধীরে ধীরে উৎপাদন কমে যাচ্ছে। আগামী দিনে উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে দরকার নিরাপদ খাদ্য ও নিরাপদ জীবিকা। এ খাতের উন্নয়ন এবং জনগণের স্বার্থে এনজিও প্রতিনিধিরা আইন সংশোধন করতে বললে দ্রুত সংশোধন করবো।
বৈঠকে মৎস ও প্রাণী সম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. রেয়াজুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিল্লুর রহমানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মৎস্য ও প্রাণিসম্পদ