ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সরকারি অফিসে কাগজের ফাইল, পাটের ব্যাগ, কাচের গ্লাস ব্যবহারের নির্দেশনা

সরকারি অফিসে কাগজের ফাইল, পাটের ব্যাগ, কাচের গ্লাস ব্যবহারের নির্দেশনা

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক  

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ২১:১৯

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি অফিসে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকসামগ্রী বন্ধ করে বিকল্প পণ্য ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় প্লাস্টিকের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব অন্যান্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে ব্যবহার করতে বলা হয়েছে কটন-জুট ফেব্রিকের ব্যাগ। প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাঁচের বোতল ও গ্লাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন ফেব্রিক, জুট ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহারের অনুরোধ করা হয়েছে। দাওয়াতপত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচারপত্রে পরিহার করতে বলা হয়েছে প্লাস্টিকের লেমিনেটেড।

বিভিন্ন সভা-সেমিনারে সরবরাহ করা খাবারের প্যাকেট কাগজের হওয়া নিশ্চিত করতে হবে। প্লাস্টিকের কলমের পরিবর্তে ব্যবহার করতে বলা হয়েছে পেনসিল-কাগজের কলম। বার্ষিক প্রতিবেদনসহ সব ধরনের প্রকাশনায় লেমিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করা এবং ফুলের তোড়াতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে।

এ দিকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে সেন্টমার্টিন দ্বীপকে পাইলট প্রকল্প হিসেবে হাতে নিয়েছে সরকার। বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সেন্টমার্টিনে প্লাস্টিক বন্ধে পরামর্শক সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড.আব্দুল হামিদ এ কথা বলেন। এ ছাড়া পর্যটক সীমিত করার পাশাপাশি অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না বলেও জানান তিনি।
 

আরও পড়ুন

×