সংকটাপন্ন মুস্তাফা মনোয়ার এখনও লাইফ সাপোর্টে

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:২১ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:১৩
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।
হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ ডা. অ্যামি তৃষিতা সরেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ মুহূর্তে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
মুস্তাফা মনোয়ার ফুসফুস ও রক্তে সংক্রমণজনিত সেপটিক শকে ভুগছেন। একইসঙ্গে নিউমোনিয়ায়ও আক্রান্ত। এছাড়া ডায়াবেটিস, পারকিনসন, হাইপো থাইরয়েডসিস, উচ্চ রক্তচাপজনিত সমস্যাও আছে।
মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার জানান, তাঁর অবস্থা বেশ জটিল। মে মাসে ভারত থেকে চিকিৎসার পর দেশে আনা হয়। এরপর তাঁকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।
গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয় ৮৯ বছর বয়সী এ চিত্রশিল্পীকে। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
কবি গোলাম মোস্তফার ছেলে সব্যসাচী এ শিল্পী একাধারে একজন চারুশিল্পী, নাট্যনির্দেশক ও শিল্প গবেষক। শিল্পকলায় অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক পান তিনি।