ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কর কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে কঠোর নির্দেশনা

কর কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে কঠোর নির্দেশনা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫৫

কর কর্মকর্তা ও কর্মচারীদের সময়মত অফিসে হাজির হয়ে সকাল ৯টা থেকেই নিজেদের কাজ শুরুর নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেইসঙ্গে একাধিক দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা নিজ কার্যালয়ে উপস্থিত না থাকলে সেই কার্যালয়ে তার অবস্থান সংক্রান্ত তথ্য কাগজে নোটিস আকারে লিখে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার এক অফিস আদেশে কর্মকর্তা-কর্মচারীদের এমন কয়েকটি নির্দেশনা দিয়েছে এনবিআর। সেখানে বলা হয়, কর কমিশনার ও মহাপরিচালকরা তাদের অধীন অফিসসমূহের কর্মকর্তা বা কর্মচারীর অফিসে উপস্থিতির বিষয়টি দেখভাল করবেন। প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

সার্কেল কর্মকর্তা তার অধীন অফিসগুলোর কর্মকর্তা বা কর্মচারীর কর্মস্থলে উপস্থিতির বিষয়টি তদারকির পাশাপাশি প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন। এনবিআর বলছে, কর্মস্থল ত্যাগ ও কর্মস্থলের বাইরে অবস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি মেনে চলতে হবে। সব স্তরের ঊর্ধ্বতন অফিস অধস্তন অফিসের ক্ষেত্রে এর প্রয়োগ নিশ্চিত করবে।

কোনো কর্মকর্তা ছুটিতে থাকলে বা মিটিং বা অন্য কোনো কারণে অফিসের বাইরে থাকলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি লিখে দৃশ্যমান জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। কর কমিশনার আইনানুগ বাধ্যবাধকতা ও এনবিআরের লিখিত নির্দেশনা ব্যতীত অন্যান্য সব ক্ষেত্রে উপ-কর কমিশনার প্রণীত খসড়া কর আদেশ অনুমোদন করা থেকে বিরত থাকবেন। তিনি নিয়মিত সার্কেল ও রেঞ্জ অফিস পরিদর্শন করে সঠিকভাবে কর্মসম্পাদনের বিষয়ে নির্দেশনা দেবেন।

একই সঙ্গে রেঞ্জ কর্মকর্তা তার আওতাধীন সার্কেল অফিসসগুলো ১৫ দিন পরপর পরিদর্শন করবেন। সার্কেল অফিসে স্টক রেজিস্টার (সার্কেলের রেজিস্টার্ড করদাতার সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে), রিটার্ন রেজিস্টার, মাসিক কর নির্ধারণ রেজিস্টার, রেজিস্টার-৫ (আদায় রেজিস্টার), পুনঃউন্মোচন রেজিস্টার, জরিমানা রেজিস্টার, আপিল/ট্রাইব্যুনাল রেজিস্টার, গ্রহণ রেজিস্টার ও মুভমেন্ট রেজিস্টারসমূহ সংরক্ষণ ও কর্মসম্পাদনের তদারকি করবেন।

আরও পড়ুন

×