ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিশেষ লেখা

মব ট্রায়াল হতাশা ছড়াচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হোক

মব ট্রায়াল হতাশা ছড়াচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হোক

জেড আই খান পান্না

জেড আই খান পান্না

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ০১:০৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:৪০

সম্প্রতি সারাদেশে মব ট্রায়াল তথা ক্ষুব্ধ জনতা কর্তৃক মানুষকে হেনস্তা বা সাজাদানের ঘটনার বিস্তার ঘটেছে। মব ট্রায়াল কোনো ট্রায়াল (বিচার) নয়; এটি সমাজের কলঙ্কজনক অধ্যায়। এই ট্রায়ালের মাধ্যমে এমনকি ঘৃণ্য হত্যাকাণ্ডও ঘটেছে। কিছু মানুষ একত্র হয়ে এসব ঘটাচ্ছে।

মব ট্রায়াল করে বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠসহ মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত ভাস্কর্য ভাঙা হয়েছে। মাজার ভাঙা হচ্ছে। এমনকি হাজারো শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্র গাজী টায়ার্স, প্রাণ-আরএফএলের দুটি প্লান্টসহ অগণিত ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে; লুটপাট করা হয়েছে। এগুলো এখনও থামেনি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, তেমনি দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়েছে।

গত শনিবার রাজশাহীতে ছাত্রলীগের এক সাবেক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ২০১৪ সালে শিবিরের হামলায় তাঁর ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়। তাঁর হাতের রগ কেটে দিয়েছিল। তাঁকেও মব ট্রায়াল করে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাঁর রাজনৈতিক বিশ্বাসের কারণে তাঁকে হত্যা করা হয়েছে। আমার প্রশ্ন, ছাত্রলীগের ওই কর্মী তো অচল ছিল। তবু তাঁকে কেন হত্যা করা হলো? সরকার এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে? এসব ঘটনা দেশব্যাপী একটি নৈরাশ্য ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা। বিগত সরকারের কর্তৃত্ববাদী শাসনের কারণে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ চাপা পড়ে ছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই সরকার ক্ষমতাচ্যুত হলে মানুষ সেসব ক্ষোভ নিয়ন্ত্রণহীনভাবে প্রকাশ করতে শুরু করে। এর মধ্যেও আবার অনেক দুষ্কৃতকারী সুযোগ নিয়েছে, এখনও নিচ্ছে। তবে সে যা-ই হোক, আইনের বাইরে কোনো কিছু ঘটতে দেওয়া যাবে না। কারও অপরাধ থাকলে মব ট্রায়াল নয়, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
অন্তর্বর্তী সরকার যদি মব ট্রায়ালের এসব ঘৃণ্য কর্মকাণ্ডকে প্রতিহত ও দমন করতে না পারে, তাহলে ছাত্র অভ্যুত্থান হোক আর রাষ্ট্র সংস্কার– তারা যেভাবেই বলুক, সেটি ব্যর্থতায় পর্যবসিত হবে। জনগণের যে আশা-উদ্দীপনা ছিল, সেটি যদি বিপর্যস্ত হয়, তা হবে জাতির জন্য এক বিশাল হতাশার অধ্যায়।

বিচারাঙ্গনেও মব ট্রায়াল হয়েছে। আমরা দেখেছি, বিগত সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদের আদালতে নাজেহাল করা হচ্ছে। শারীরিকভাবে আঘাত করা হয়েছে।
 যদিও গত কয়েক দিনে সেটি কমেছে। বিগত সরকারের সমর্থক আইনজীবীরা আদালতে যাওয়ার ক্ষেত্রে ভীতির মধ্যে রয়েছেন। অতীতের সরকার যে ভুল বা অন্যায় করেছে, তারই যদি পুনরাবৃত্তি চলতে থাকে বা চলতে দেওয়া হয়, সেটা কিন্তু পরিবর্তনের লক্ষণ নয়।

আমরা দেখছি, গণহারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মামলায় জড়ানো হচ্ছে। সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। আইনজীবীদের বিরুদ্ধে গণহারে মামলা হচ্ছে। এসব মামলা জনগণের কাছে বিশ্বাসযোগ্য নয়। এভাবে চলতে থাকলে বর্তমানে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে এ সরকারকেই দায়ভার বহন করতে হবে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু হেনস্তার জন্য কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে যেন মামলা দেওয়া না হয়। আশা করছি, যাদের হেনস্তার উদ্দেশ্যে মামলা হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে মামলা থেকে তাদের নাম বাদ দেওয়ার ব্যাপারে সরকার অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে। 

আমরা চাই, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। আইনের শাসন ও সুশাসন নিশ্চিত হোক। একই সঙ্গে মব ট্রায়ালের যে ধারা চলছে, সেটার অবসান হোক। নাগরিকদেরও এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। 
লেখক : জ্যেষ্ঠ আইনজীবী

আরও পড়ুন

×