ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক বদরুজ্জামান

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল, ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মামুন

বুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক বদরুজ্জামান

অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান

সমকাল ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৩৭

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরীকে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য নিয়োগ করা হয়েছে। 

এ ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। আর ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক মামুন আহমেদকে নিয়োগ দেওয়া হয়। 

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। 

চার প্রজ্ঞাপনেই নিয়োগের শর্ত একই রকম। সেখানে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদের নিয়োগ করা হলো। নিয়োগের মেয়াদ চার বছর হবে। প্রশাসনিক পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। 

ইউজিসির সদস্য হলেন অধ্যাপক তানজীমউদ্দিন ও আনোয়ার 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হয়েছেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

নিয়োগের শর্তগুলো হলো– তাদের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। 

নর্থ সাউথে উপাচার্য হলেন আবদুল হান্নান

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তিনি চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। 


 

আরও পড়ুন

×