ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চলাচলের জন্য প্রস্তুত মেট্রোরেলের মতিঝিল অংশ

চলাচলের জন্য প্রস্তুত মেট্রোরেলের মতিঝিল অংশ

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪০

যান্ত্রিক ত্রুটি সারিয়ে চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে মেট্রোরেলের মতিঝিল অংশকে। আজ বুধবারই এ অংশে ট্রেন চলবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

বিকাল সোয়া ৫টায় গণমাধ্যমকে তিনি বলেন, ৪৩০ নম্বর পিলারের এক পাশের একটা বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট হয়েছে। বিয়ারিং প্যাডটি ভায়াডাক্টের নিচে ও পিলারের উপরে থাকে। এটা দুই থেকে তিন ইঞ্চি দেবে গিয়েছিল। আমরা কোনো রিস্ক না নিয়ে সকাল থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছি। এখন মেরামত শেষ করে মেট্রোরেল চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

মেরামত করতে গিয়ে ভায়াডাক্টের তাপমাত্রা বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, ভায়াডাক্টের তাপমাত্রা এখন বেশি, ৪০-এ। তাপমাত্রাটা কিছুটা কমলে অর্থাৎ ৩২ এ নেমে আসলে চলাচল শুরু করা যাবে।

যান্ত্রিক ত্রুটির কারণে এদিন সকাল সাড়ে ৯টা থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ করা হয়। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

আরও পড়ুন

×