ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ফের মাঠে নামছে ছাত্র-জনতা

হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ফের মাঠে নামছে ছাত্র-জনতা

মঙ্গলবার সকাল ১১টায় মধ্যবাড্ডা লুৎফন টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হবে। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৪০

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের বিচার প্রক্রিয়া কার্যকরভাবে শুরু না হওয়ায় হতাশা ও ক্ষোভ বাড়ছে। এতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফের মাঠে নামছে ছাত্র জনতা।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় মধ্যবাড্ডা লুৎফন টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হবে। এরপর বাড্ডা থানার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে রাজপথে থাকা ছাত্রনেতা ফয়সাল জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মামলা হওয়ার পরেও কোন আসামি ধরা হচ্ছে না; উল্টো শহীদ পরিবারকে নানামুখী চাপ প্রদান করা হচ্ছে। তাছাড়া নতুন করে মামলা গ্রহণ না করার পাশাপাশি আদালতের নির্দেশনাও মানছে না। বিক্ষুব্ধ পরিবার ও ছাত্রজনতা হত্যাকারীদের বিচার ও স্বৈরাচার সরকারের দোসর বাড্ডা থানার ওসি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হবে।

আরও পড়ুন

×