ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাহফুজ আব্দুল্লাহকে সরকার পতন আন্দোলনের কারিগর বললেন ড. ইউনূস

মাহফুজ আব্দুল্লাহকে সরকার পতন আন্দোলনের কারিগর বললেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার নিউইয়র্কে ইউনিভার্সিটি ক্লাবে ‌‘মিট দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি-পিআইডি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমম্বয়ক মাহফুজ আব্দুল্লাহকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক ইউনূস। মঞ্চে বিল ক্লিনটনের সঙ্গে কথা বলার ফাঁকে সফরসঙ্গীদের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিনজন শিক্ষার্থীকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন তিনি। 

প্রধান উপদেষ্টা তাঁর বিশেষ সহকারী মাহফুজের উদ্দেশে বলেন, ‘গণ-অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সব সময় বলে, সে একা নয়, আরও অনেকে আছে। যদিও সে গণ-অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত।’

ড. ইউনূস আরও বলেন, ‘এই ছাত্র আন্দোলন খুব গোছানো ছিল। এমনকি লোকজন জানতেন না, কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই, আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না, ঠিক আছে, আন্দোলন শেষ। তাঁরা যেভাবে কথা বলেছেন, তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে।’

তিনি বলেন, দেশ গড়তে, নিজেদের গড়তে যে শব্দে, যে ভাষায় আন্দোলনকারীরা কথা বলেছেন, তা অসাধারণ। আমি আগে কখনও এভাবে কাউকে কথা বলতে শুনিনি। তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে প্রস্তুত। দয়া করে তাঁদের সাহায্য করুন, সমর্থন করুন। তাঁদের স্বপ্ন যেন সত্য হয়। আমরা একসঙ্গে এ দায়িত্ব নিতে পারি। এ স্বপ্ন পূরণে আপনি (ক্লিনটন) আমাদের সঙ্গে থাকবেন।

ছাত্র–জনতার আন্দোলন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন,‘এ আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে। কিছুই এমনিতে হয়নি। এটি খুব গোছানো ছিল। এমনকি, লোকজন জানতেন না, কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই, আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না, ঠিক আছে আন্দোলন শেষ। তারা যেভাবে কথা বলেছেন, তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে। 

অনুষ্ঠানের শুরুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের তরুণ নাগরিকদের ডাকে সাড়া দিয়ে দায়িত্বগ্রহণকারী নেতা বলে পরিচয় করিয়ে দেন। এ সময় পুরো হল করতালিতে ফেটে পড়ে। দুই নেতা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। বিল ক্লিনটন ড. ইউনূসের উদ্দেশে বলেন, আমার জানা মতে, আপনিই একমাত্র বয়স্ক ব্যক্তি, যাকে দেশের তরুণেরা তার নিজের অসাধারণ অর্জনের জন্য ক্ষমতায় বসিয়েছে।’

আরও পড়ুন

×