ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গণত্রাণের অডিট রিপোর্ট প্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আয় প্রায় ১১ কোটি ৭০ লাখ টাকা, ব্যয় ১ কোটি ৭৮ লাখ

গণত্রাণের অডিট রিপোর্ট প্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ০২:০৮

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে গণত্রাণ কর্মসূচিতে গৃহীত অর্থের পূর্ণাঙ্গ অডিট প্রতিবেদন প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবেদন অনুযায়ী, গণত্রাণ কর্মসূচিতে মোট আয় হয়েছে ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা। বর্তমানে দুটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা জমা রয়েছে। এর মধ্যে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বাকি ১ কোটি ৯১ লাখ টাকা হস্তান্তর করা হবে উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে।  

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অডিট প্রকাশ করা হয়। অডিট ঘোষণা করেন পি কে এফ আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টের পার্টনার গোলাম ফজলুল কবির।  

রিপোর্ট উপস্থাপনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ৪ সেপ্টেম্বর আমরা ত্রাণ কার্যক্রমের সমাপ্তি টানি; তবে এর পরও আমাদের অ্যাকাউন্টে টাকা এসেছে। এ ছাড়া কিছু বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ইত্যাদিও ত্রাণ হিসেবে জমা হয়েছিল। এসব কিছু বিক্রি করে টাকায় জমা করে অডিট রিপোর্ট প্রকাশে একটু দেরি হয়েছে। 

সমন্বয়ক লুৎফর রহমান বলেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। যার মধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। আমরা আগামীকাল (বুধবার) এ টাকাটা ত্রাণ মন্ত্রণালয়ে হস্তান্তর করব। আর উত্তরবঙ্গে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ কোটি ৯১ লাখ টাকা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংবাদ সম্মেলনে সমন্বয়ক সারজিস আলম, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, মাহিন সরকার, হাসিব আল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
 


 

আরও পড়ুন

×