ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সালাম মুর্শেদীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

সালাম মুর্শেদীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

আব্দুস সালাম মুর্শেদী। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ১৪:২৫

সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। রাজধানীর আদাবর থানায় করা গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় এ রিমান্ডের আবেদন করা হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করে র‌্যাব।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা। ওই ঘটনায় পেটে ও বুকে গুলিবিদ্ধ হন গার্মেন্টসকর্মী রুবেল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যায় রুবেল। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে গত ২২ আগস্ট রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা করেন।

উল্লেখ্য, আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ (তেরখাদা-দিঘলিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুন

×