কাফিকাণ্ডে বরখাস্ত ডিএডি জাহাঙ্গীর

ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ১৮:১৯ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ | ১৯:৫০
ছাত্র-জনতা আন্দোলনে আশুলিয়াতে লাশ পোড়ানোর দায়ে অভিযুক্ত পুলিশের এএসপি আব্দুল্লাহিল কাফির দেওয়া জাল তথ্যে পাসপোর্ট বানাতে সহযোগিতার দায়ে চাকরি থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
সোমবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এ. টি. এম আবু আসাদ।
সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ঘটনার তদন্ত চলছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট ও ইমিগ্রেশন) সেলিনা বানু, সিস্টেম এনালিস্ট নজরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
- বিষয় :
- পাসপোর্ট অধিদফতর
- বরখাস্ত