ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার

ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার

বক্তব্য দিচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সমকাল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ | ১৮:১৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ | ১৮:৪০

ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, নতুন বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির। 

শনিবার বেলা ১১টায় শ্যামনগর পৌরসভার নকিপুর জমিদারবাড়ি সার্বজনীন রাজবংশী পূজামণ্ডপ পরিদর্শন শেষে  তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ইতোপূর্বে বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী সরকার সাম্প্রদায়িক বিভাজনকে উসকে দিয়ে মানুষকে শোষণ করেছে। নতুন বাংলাদেশে সেই সুযোগ দেওয়া হবে না। ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করে ধর্মীয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ যেন কেউ না পায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে এবারের দুর্গাউৎসব উদযাপন সবার জন্য চ্যালেঞ্জ ছিল। তবে রাজনৈতিক ও ধর্মীয় নেতাসহ প্রশাসন ও দেশের শান্তিকামী জনতার সম্মিলিত প্রচেষ্টায় সেটা সফল হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। 

এর আগে আসিফ মাহমুদ সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ অসিফের কবর জিয়ারত করেন। 

আরও পড়ুন

×