প্রতিমা ভাঙচুরে জড়িতদের বিচার দাবি একতার বাংলাদেশের

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪ | ০১:২৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ | ০১:২৮
দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরে জড়িতদের বিচার দাবি করেছে ‘একতার বাংলাদেশ’ নামের সংগঠন। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, আমরা লক্ষ্য করছি, একটি কুচক্রী মহল নতুন বাংলাদেশের মানুষের একতাকে বিনষ্ট করার জন্য কাজ করছে। বিশেষ করে দুর্গোৎসবকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় প্রতিমা ভাঙচুরের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তারা। প্রতিমা ভাঙচুরের ঘটনায় আমরা ক্ষুব্ধ, একইসঙ্গে উদ্বেগ প্রকাশ করছি। ঘটনাগুলোকে আমরা জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ধর্ম, বর্ণ ও রাজনৈতিক বিভেদ ভুলে একতার যে মেলবন্ধন তৈরি হয়েছে, তার অন্তরায় হিসেবে দেখছি।
প্রতিমা ভাঙচুরে ঘটনায় প্রশাসন দৃশ্যমান ব্যবস্থা নেয়নি জানিয়ে তিনি বলেন, অতীতেও এ ধরনের ঘটনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ব্যক্তি ও গোষ্ঠীর বিচার হয়নি। সব ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা হয়েছে। একপক্ষ এ ধরনের ঘটনা ঘটিয়ে আরেক পক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে।
জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে তাহমিদ বলেন, বিচারহীনতার এ সংস্কৃতি চলতে পারে না। এ ধরনের অপকর্মে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে একতার বাংলাদেশের আহ্বায়ক প্লাবন তারিক, সদস্য রাফসান বিন হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- দুর্গাপূজা
- প্রতিমা ভাঙচুর