ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এআইইউবিতে তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট অনুষ্ঠিত

এআইইউবিতে তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট

.

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ | ১৭:৪০

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট (আইসিসিএ-২০২৪) অনুষ্ঠিত  হয়েছে। গত ১৭-১৮ অক্টোবর দুই দিনব্যাপী সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, একাডেমিক এবং পেশাদারদের অংশগ্রহণে প্রযুক্তিগত অগ্রগতি ও গবেষণা নিয়ে আলোচনা এবং উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

এ বছরের আইসিসিএ সম্মেলনে ১২ দেশ থেকে ৪১১ গবেষণা পেপার জমা পড়ে, যার মধ্যে ১৪৫ পেপার উপস্থাপনার জন্য গৃহীত হয়। সম্মেলনে ১০৭ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৬৮৮ জন গবেষক অংশগ্রহণ করেন, যারা বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, জাপান এবং কানাডাসহ বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। সম্মেলনে ৮টি মূল বক্তব্য এবং ৩৯টি প্রযুক্তিগত অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার সিকিউরিটি এবং ডেটা সায়েন্সের মতো বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আইসিসিএ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য প্রদান করেন এআইইউবির প্রাক্তন উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ড. কারমেন জেড. লামাগনা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম।

গত ১৮ অক্টোবর রোজ শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী গবেষক ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাপনী অনুষ্ঠানে এসিএম ডিস্টিংগুইশড স্পিকার প্রফেসর ড. মো. সাইদুর রহমান ভিএলএসআই ডিজাইন অটোমেশনে গ্রাফ ড্রইং অ্যালগরিদম নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রোভিসি, ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের পরিচালকরা, শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রযুক্তিবিদ, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও গবেষকরা। সমাপনী অনুষ্ঠানে আয়োজক এবং অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। 

সম্মেলনে উপস্থাপিত বিষয়গুলির মধ্যে এআই, মেশিন লার্নিং, আইওটি এবং ব্লকচেইন প্রযুক্তি অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে এই সহযোগিতামূলক গবেষণা ও উদ্ভাবনের আদান-প্রদান নিঃসন্দেহে বৈশ্বিক প্রযুক্তিগত ল্যান্ডস্কেপকে পরিবর্তনের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এআইইউবি, এই সম্মেলনের সফল আয়োজনের মাধ্যমে, আবারও প্রমাণ করেছে যে তারা কম্পিউটিং ও প্রযুক্তির ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতা এবং গবেষণা অগ্রগতিতে অঙ্গীকারবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×