ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাগর-রুনি হত্যা

মামলা তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন

মামলা তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪ | ২২:১২

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন এ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হকের সই করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।

টাস্কফোর্স গঠন বিষয়ে এক প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠিত হলো। আশা করি, তদন্ত এবার আলোর মুখ দেখবে।


 

আরও পড়ুন

×