মার্কিন ব্রিফিংয়ে ক্যাডেট এসআইদের অব্যাহতি প্রসঙ্গ

ম্যাথিউ মিলার (ফাইল ফটো)
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪ | ১৯:২৩
রাজশাহীর সারদায় পুলিশ একাডেমি থেকে ২৫২ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিফিংয়ে প্রশ্নকর্তা বলেন, বাংলাদেশে ২৫২ জন পুলিশ সাব-ইন্সপেক্টরকে (এসআই) চূড়ান্ত নিয়োগ থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ওই ব্যাচের সব হিন্দু কর্মকর্তা রয়েছেন বলে অভিযোগ উঠেছে। দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থায় নিয়োগ প্রক্রিয়ায় ধর্মীয় বৈষম্যের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো প্রতিক্রিয়া আছে কিনা? জবাবে মিলার বলেন, তিনি সেই প্রতিবেদনটি দেখেননি। তবে তারা বাংলাদেশে বা বিশ্বে যে কোনো প্রক্রিয়ায় যে কোনো ধর্মীয় বৈষম্যের বিরোধিতা করবেন।
বৈষম্যের এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করবে কি না– এ প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আপনি আমাকে এমন একটি প্রতিবেদন সম্পর্কে অনুমানমূলক মন্তব্য করতে বলছেন, যা আমি দেখিনি এবং আমি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করছি।’
এদিকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশের জনগণ তাদের মতপ্রকাশের স্বাধীনতাসহ মৌলিক স্বাধীনতা যেন উপভোগ করতে পারে সেটিই চায় ওয়াশিংটন।
- বিষয় :
- পুলিশ
- অব্যাহতি
- মার্কিন পররাষ্ট্র দপ্তর