ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইউটিউবের ‘গোল্ডেন প্লে বাটন’ পেল সমকাল

ইউটিউবের ‘গোল্ডেন প্লে বাটন’ পেল সমকাল

গোল্ডেন প্লে বাটনের মোড়ক উন্মোচন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ | ২১:০১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ | ২১:৫০

ইউটিউব থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ পেয়েছে দৈনিক সমকাল। প্রতিষ্ঠানটির ‘সমকাল নিউজ’ ইউটিউব চ্যানেল ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করায় এই বাটনটি দেওয়া হয়েছে।

বুধবার ডাকযোগে ইউটিউব থেকে দৈনিক সমকালের অফিসে গোল্ডেন বাটনটি পাঠানো হয়। এ সময় গোল্ডেন প্লে বাটনটির মোড়ক উন্মোচন করেন সমকাল পরিবারের সদস্যরা। এরপর কেক কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গোল্ডেন প্লে বাটন অর্জন উদযাপন করা হয়। 

কেক কেটে গোল্ডেন প্লে বাটন অর্জন উদযাপন

এ সময় উপস্থিত ছিলেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ব্যবস্থাপনা সম্পাদক শরিফুল ইসলাম, উপ-সম্পাদক শাহেদ চৌধুরী, সহযোগী সম্পাদক লোটন একরাম, বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, অনলাইন বিভাগের প্রধান মেহেদি হাসান, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের এহসানুল তামিম, সমকাল ডিজিটাল বিভাগের সমন্বয়ক মামুন সোহাগ, শাহাদত হোসেন প্রমুখ। 

গোল্ডেন প্লে বাটন অর্জন উদযাপন

এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে অফিসিয়ালি যাত্রা শুরু করে ‘সমকাল নিউজ’ ইউটিউব চ্যানেল। যাত্রার শুরু থেকেই এ চ্যানেলটি দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্টে ১০ লাখ সাবস্ক্রাইবার অর্জন করে চ্যানেলটি। 

উল্লেখ্য, কোনো চ্যানেল ১০ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করলে স্বীকৃতি হিসেবে ইউটিউবের পক্ষ থেকে দেওয়া হয় ‘গোল্ডেন বাটন’। বর্তমানে ‘সমকাল নিউজ’ চ্যানেলটির সাবস্ক্রাইবার ১৪ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন

×