ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকির পর সুর নরম আদানির

আদানির আচরণ বিস্ময়কর বললেন বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকির পর সুর নরম আদানির

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪ | ১২:৩৬

বকেয়া পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকির পর সুর নরম করেছে ভারতের আদানি। আদানি বলছে, তারা সাত দিনের মধ্যে পুরো পাওনা দাবি করেনি। বরং কোনো সমস্যা সমাধানে তারা পিডিবির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে আদানির আচরণে বিস্ময় প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

বিদ্যুৎ বিলের ৮৫ কোটি ডলার পাবে ভারতের আদানি গোষ্ঠী। আগামী ৭ নভেম্বরের মধ্যে সেই পাওনা না গেলে কোম্পানিটি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়েছে কোম্পানিটি। বিদ্যুৎ ঘাটতির চাপে থাকা বাংলাদেশ সরকার বলছে, আজ সোমবার (৪ নভেম্বর) আদানির কিছু বকেয়া পরিশোধ করা হবে। এরপরও আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলে তা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, আদানি একতরফা চুক্তির সুযোগ নিয়ে গত জুলাই থেকে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার বাড়তি দাম ধরে বিদ্যুৎ বিল করার পাশাপাশি বকেয়ার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। গত বছর উৎপাদন শুরুর আগেই কয়লার দাম ও চুক্তির শর্ত নিয়ে দেশ-বিদেশে শুরু হয় ব্যাপক সমালোচনা।

এক পর্যায়ে পিডিবির পক্ষ থেকে আদানিকে কয়লার চড়া দাম দিতে অস্বীকৃতি জানানো হয়। এরপর দাম কমাতে রাজি হয় আদানি। পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের চেয়ে কম দামে কয়লা সরবরাহের প্রতিশ্রুতি দেয় তারা। তবে এক বছর পর এখন আবার ২২ শতাংশ বাড়তি দাম চাইছে তারা। বকেয়া পরিশোধ না করার এটাও কারণ।

জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, আদানির যে বকেয়া রয়েছে, তার একটা পেমেন্ট সোমবার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আদানির হুমকির বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির বলেছেন, আমরা অক্টোবর মাসে ওদের (আদানি পাওয়ার) প্রায় ৯৮ মিলিয়ন ডলার পরিশোধ করেছি, যা সেপ্টেম্বরের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়া তাদের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ডলারের এলসি করা হয়েছে। তারপরও তাদের এমন আচরণ খুব আশ্চর্যজনক, বিস্ময়কর এবং দুঃখজনক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদানি সত্যিই বিদ্যুৎ বন্ধ করে দিলে আমরা এটা মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। গ্রাহকরা যাতে ভোগান্তির মধ্যে না পড়ে, সে জন্য আমরা বিকল্প ব্যবস্থা নিচ্ছি।

এদিকে রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আদানি গ্রুপ টাকা পায় এটা সত্য। তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়ানো হয়েছে। আগের যেসব বিল বাকি আছে, তার জন্য মূলত দায়ী পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার। তারা বিশাল একটা ঘাটতি রেখে গিয়েছিল।

আরও পড়ুন

×