সাবেক মেয়র তাপস ও মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ ফজলে নূর তাপস ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪ | ২০:১৪
আট কোটি টাকা আত্মসাতের মামলায় বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন।
সাবেক এমপি মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এদিন আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরীন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
- বিষয় :
- নিষেধাজ্ঞা
- শেখ ফজলে নূর তাপস