পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪ | ২১:০২
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে জারি করা রুলের শুনানিতে এবার রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াতকে পক্ষভুক্ত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আবেদন গ্রহণ করে পক্ষভুক্ত করার এ আদেশ দেন। আজ বুধবার হাইকোর্টে এই রুলের শুনানির দিন ধার্য রয়েছে।
এর আগে ২৯ অক্টোবর শুনানিতে পক্ষভুক্ত হতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদনও গ্রহণ করেন হাইকোর্ট। আদালতে ইনসানিয়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রউফ ও ইশরাত হাসান।
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ওই বছরের ৩ জুলাই এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এ সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এ সংশোধনী দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও উচ্চ আদালতের রায়ের আলোকে বাতিল করা হয়েছিল। এ ছাড়াও জাতীয় সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে গত ১৮ আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। অন্য চারজন হলেন– তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। পরদিন ওই রিটের শুনানি নিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
- বিষয় :
- সংবিধান সংশোধনী
- পঞ্চদশ সংশোধনী
- সংবিধান