ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন

ছবি: ফাইল

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ০৪:১১

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশের জন্য ঢাকা মহানগর আদালতে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার এ আবেদন জানানো হয়। ওই ৯টি হিসাবে বর্তমানে জমা আছে ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার টাকা। 

এর আগে ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি, মেয়ে শাফিয়া তাসনিম খান ও সাবেক এই মন্ত্রীর সাবেক এপিএস মনির হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। পাঁচজনের বিরুদ্ধে পাঁচ মামলায় মোট ৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।  

ওই পাঁচজনের মধ্যে সাবেক মন্ত্রীর ব্যাংক হিসাব জব্দের আবেদন জানানো হলো। পর্যায়ক্রমে অন্যদের ব্যাংক হিসাব জব্দের আবেদনও দেওয়া হবে। 

গতকাল আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়, আসাদুজ্জামান খান অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার টাকার সম্পদের মালিক হয়েছেন। তাঁর ৮টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন হয়েছে। 

আরও পড়ুন

×