ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে মামলা

গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে মামলা

ঢাকা মেট্রোপলিটন আদালত (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ১৫:৫৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ | ১৬:২০

গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদসহ ১৯ জনকে আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক পার্থ প্রতিম মামলাটি গ্রহণ করেন।

রাজধানীর শাহ আলী থানাকে মামলাটি তদন্ত করে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে আদালত। মামলায় অভিযোগ করা হয়, নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের গড়া প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের প্রধান কার্যালয়ে হামলা ও দখল করার উদ্দেশে চলতি বছরে ১২ ফেব্রুয়ারি হামলা চালানো হয়৷

মামলায় উল্লেখ করা হয়েছে- এই হামলার নেপথ্যে ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ এবং ব্যারিস্টার মাসুদ আকতার। তাদের বিরুদ্ধে দখল, ভাঙচুর, লুটপাট ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
 

আরও পড়ুন

×