পিআইবি’র নতুন পরিচালনা বোর্ড গঠন

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ২২:৩১
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পিআইবির বোর্ড গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ২ বছর মেয়াদের ১৫ সদস্যের পরিচালনা বোর্ডে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারম্যান ফিরদৌস আজীমকে চেয়ারম্যান ও সদস্য সচিব রাখা হয়েছে পিআইবি মহাপরিচালককে।
সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মনোনীত অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা তালাত মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সদস্য সরদার ফরিদ, আল-জাজিরার সাংবাদিক তানভীর চৌধুরী ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ।
- বিষয় :
- পিআইবি
- পরিচালনা পর্ষদ
- তথ্য মন্ত্রণালয়