ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রান্নার প্রশিক্ষণের নামে জাল সনদ দেওয়ার অভিযোগ

রান্নার প্রশিক্ষণের নামে জাল সনদ দেওয়ার অভিযোগ

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ২৩:০২

রন্ধনসংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে ক্যারিয়ার গড়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই শিল্প নিয়ে প্রশিক্ষণের জন্য বাংলাদেশে আছে বেশ কয়েকটি স্বীকৃত ইনস্টিটিউট। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশনের মাধ্যমে এসব ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণের পর সনদ নেওয়া যায়। এই রকম একটি প্রতিষ্ঠান বিকন একাডেমি বাংলাদেশ। রাজধানীর গুলশান ১-এ অবস্থিত প্রতিষ্ঠানটি ইতোমধ্যে রান্নাবিষয়ক প্রশিক্ষণ দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন এবং পুরস্কৃত হয়েছে। 

কিন্তু বিকন একাডেমি বাংলাদেশের পক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ইস্যুকৃত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিকুঞ্জে অবস্থিত অন্য আরেকটি প্রতিষ্ঠান বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট জাল সনদ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিকন একাডেমি বাংলাদেশের স্বত্বাধিকারী শাহ ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে অভিযোগও করেছেন। 

অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ৩ অক্টোবর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিকন একাডেমি বাংলাদেশকে ২০১৮ সালের ১৬ (১) ধারা অনুযায়ী দক্ষতা উন্নয়নের প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রেশন দেয়। কিন্তু জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে রাজধানীর নিকুঞ্জের ঠিকানা ব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও সরকারি লোগো ব্যবহার করে জালিয়াতি করছে বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের মালিক আনোয়ার হোসেন ওরফে সায়মন খান। তিনি বিকন একাডেমি বাংলাদেশের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে শিক্ষার্থীদের ভুয়া সনদ দিচ্ছেন বলে প্রমাণ মিলেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও জাল সনদ বন্ধ করার দাবি জানান বিকন একাডেমি বাংলাদেশের স্বত্বাধিকারী শাহ এমরান। 

তবে অভিযোগ অস্বীকার করে বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের মালিক আনোয়ার হোসেন বলেন, আমার প্রতিষ্ঠান বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত। আমি প্রতিষ্ঠানের নামেই প্রশিক্ষণ ও সনদ দিচ্ছি। কোনো জালিয়াতি হচ্ছে না। 

আরও পড়ুন

×