ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমিল্লার বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী, ছেলেমেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

কুমিল্লার বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী, ছেলেমেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ১৮:৫৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ | ১৯:১৪

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী, ছেলে ও মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন সোমবার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার ও ছেলে আয়মান বাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। আবেদনে বলা হয়, আ ক ম বাহাউদ্দিন, তাহসিন বাহারসহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নানা উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লায় একাধিক প্লট, মার্কেটসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

বাহাউদ্দিনসহ অন্যরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বাহাউদ্দিন, তার স্ত্রী, ছেলে ও মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

আরও পড়ুন

×