ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্বাচন গণতান্ত্রিক ও কার্যকর হয় সেই ব্যবস্থা করছি: বদিউল আলম

নির্বাচন গণতান্ত্রিক ও কার্যকর হয় সেই ব্যবস্থা করছি: বদিউল আলম

নির্বাচন ভবনের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ১৯:২১

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু আগামী নির্বাচনের চিন্তা করছি না, দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুজছে নির্বাচন সংস্কার কমিশন। তিনি বলেন, অতীতে অনেক অন্যায়, অপকর্ম হয়েছে, এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়। নির্বাচনব্যবস্থা যাতে গণতান্ত্রিক, শক্তিশালী ও কার্যকর হয়, সেই ব্যবস্থা করছি।

আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন সংস্কার কমিশনের প্রধান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রসি (আরএফইডি) এই মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় আরএফইডি’র সভাপতি একরামুল হক সায়েমসহ ফোরামের অন্য নেতারা ও সদস্য সাংবাদিক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারবিষয়ক কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা প্রায় সময়ই শুনি, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবাদকর্মীসহ নির্বাচনে যুক্তদের নানাভাবে হয়রানি ও নজরদারি চালানো হয়। গত কয়েকটি স্থানীয় ও জাতীয় নির্বাচনের সময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা অনেক গুরুতর অন্যায় অত্যাচার করেছে। তাদের শাস্তি হওয়া উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। ভবিষ্যতে আবার যেন এমন অপরাধ করতে না পারেন, সেজন্য নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, ভোটের সময় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়। রাজনীতি এখন জনকল্যাণ নয়, রাজনীতি এখন ব্যবসা। এটা বন্ধ করতে হবে। এছাড়াও ইভিএম ব্যবহার করতে হলে রাজনৈতিক ঐক্যমতের দরকার। আমরা অনেক কিছু কল্পনা করছি। কিন্তু বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটা নিয়ে কাজ করতে চাই। আজ গণমাধ্যমকর্মীদের কথা শুনলাম। আগামীতে আরও শুনবো। আমরা সরকারের অভিপ্রায়ে কাজ করছি। সবার মতামতের ভিত্তিতে যেগুলো টেকসই মনে হবে, সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ করবো। 

সংস্কার কমিশনের প্রধান বলেন, আমাদের কোনো নিজস্ব এজেন্ডা নেই। কারও পক্ষে বা বিপক্ষে কোনো বিশেষ দলের বা বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আমরা একত্রিত হইনি। আমরা বলিষ্ঠভাবে কাজ করছি। অনেক দূর অগ্রসর হচ্ছি। এজন্য সবার সহযোগিতা চাই। 

আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামতের ব্যাপারে সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা সরকারের অভিপ্রায়ে কাজ করছি। সরকার নির্ধারিত কার্যপরিধির ভেতর থেকে কাজ করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে সংস্কার কমিশন প্রধান বলেন, নারী আসনে সরাসরি ভোট হতে পারে। প্রত্যেক আসনে যোগ্য নারীরা ভোটে নির্বাচিত হবেন। রোটেশন অনুযায়ী ভোট হলে দেখা যাবে চারটা নির্বাচনে প্রত্যেক আসনে একজন নারী সরাসরি ভোটে নির্বাচিত হবেন।

আরও পড়ুন

×