ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মহিলা পরিষদের গোলটেবিল বৈঠকে বক্তারা

সব নারী সংগঠনকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে

সব নারী সংগঠনকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে

বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. রওনক জাহান। ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ০৪:৩৪

নারী কমিশন ছাড়াও সরকার গঠিত অন্য পাঁচ কমিশনে নারীরা কোথায় কোথায় বৈষম্যের শিকার হচ্ছেন এবং তা নিরসনে করণীয় বিষয়ে সুপারিশমালা পাঠানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. রওনক জাহান।

তিনি বলেন, জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাতিল হওয়া নারী কোটা ইস্যু, নারীর অধিকার ও সাইবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে সব নারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে অভিন্ন পারিবারিক আইন কার্যকর করতে।

সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে ‘বাংলাদেশের সংবিধান ও নারী’বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটি সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।

বৈঠকের বিষয়ের ওপর উপস্থাপন করা ধারণাপত্রে অ্যাডভোকেট মাসুদা রেহানা বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন নারী এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। এসব বৈষম্যের অবসান ঘটিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের আলোকে বিভিন্ন বৈষম্যমূলক প্রচলিত আইনের সংস্কার করতে হবে। এ ছাড়া সংবিধানে প্রদত্ত সব মৌলিক অধিকার কার্যকর করা, অনুকূল আর্থসামাজিক পরিবেশ নিশ্চিত, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত এবং জোর দিতে হবে সম্পত্তিতে তাদের উত্তরাধিকার বা সমঅংশীদারিত্ব নিশ্চিতের ওপর।

বক্তারা সমতাপূর্ণ রাষ্ট্র গড়ে তুলতে প্রচলিত সংবিধান নতুনভাবে রচনার পরিবর্তে সংস্কার ও সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বিচার বিভাগের কর্মপ্রক্রিয়ায় লিঙ্গ সংবেদনশীল এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। পাশাপাশি অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, বৈষম্যমূলক পারিবারিক আইনের সংস্কার, সংবিধানের ৪২ নম্বর অনুচ্ছেদ অনুসারে সম্পদে সবার সমান অধিকার নিশ্চিতের কথা বলেন।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. রওনক জাহান, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মাকসুদা আক্তার লাইলী, অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন বিভাগের অধ্যাপক ইমরান আজাদ। বৈঠকে ব্র্যাক, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, কর্মজীবী নারী, নারী মৈত্রীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×